১০০ দিনের কাজে এবার দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

author-image
Harmeet
New Update
১০০ দিনের কাজে এবার দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতাঃ ১০০ দিনের কাজে এবার দুর্নীতি রুখতে নতুন বছরে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ বার থেকে মঁরেগা প্রকল্পে শ্রমিক ও অন্যান্য শ্রমিকদের উপস্থিতি ডিজিটাল পদ্ধতিতে নেওয়া হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে এই হাজিরার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 






২৩ ডিসেম্বর এ সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে। গত মে মাসে পরীক্ষামূলক ভাবে ডিজিটাল উপস্থিতি শুরু হয়েছিল। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে একশো দিনের কাজে হাজিরার কাজ শুরু হবে। এই মোবাইল অ্যাপে কাজ, ছুটির সময়, কর্মস্থলের লোকেশনের সঙ্গে মোবাইল অ্যাপে যুক্ত হবে কর্মীর ছবি। একশো দিনের কাজের সঙ্গে যুক্ত সুপারভাইজারদের এই কাজ দেওয়া হবে।