আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের

author-image
Harmeet
New Update
আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের

মানালী দত্ত পাত্র, মুর্শিদাবাদঃ বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। প্রধানের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষণ ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ রুখতে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ হটান। বিক্ষোভকারী জনতার দাবি পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ আবাস যোজনায় স্বজন পোষণ করেছেন এবং গ্রামের বড়লোকদের কাছে কাটমানি নিয়ে তাদের আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছে অথচ গরিব মানুষ যারা আবাস যোজনার ঘর পাওয়া যোগ্য তাদের ঘর দিচ্ছে না। যদিও গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রধান বৃন্দাবন ঘোষ। পুরন্দরপুরে আবাস যোজনায় দুর্নীতিতে বিক্ষোভের ঘটনায় সুর চরিয়েছে কংগ্রেস।