পরিকাঠামোগত অব্যবস্থার অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

author-image
New Update
পরিকাঠামোগত অব্যবস্থার অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

দেবাশিষ বিশ্বাস, কোচবিহার: কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও তার পরিকাঠামো পর্যাপ্ত নয় ছাত্র ছাত্রীদের জন্য। এমনটাই গুরুতর অভিযোগ এনে মঙ্গলবার অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভে শামিল হল ছাত্রছাত্রীরা। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোগত নানা অভিযোগ দীর্ঘদিন থেকেই করে আসছেন মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে প্রশাসনিক ভবনে অধ্যক্ষের চেম্বারের সামনে অবস্থানে বসেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, সেখানকার ল্যাবরেটরিতে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। এর ফলে পঠন-পাঠনে ভীষণ রকম অসুবিধা হচ্ছে। লাইব্রেরীতে পর্যাপ্ত বই নেই। হস্টেলে খাওয়ার ব্যবস্থা না থাকায় বেশি টাকা খরচ করে ক্যান্টিনে খেতে হচ্ছে পড়ুয়াদের। বর্তমানে আর্থিক মন্দার বাজারে এই পরিস্থিতি দুর্বিষহ। একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলেও অভিযোগ ছাত্র-ছাত্রীদের।

কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গ্লোরী মোচারী জানান, মেডিকেল কলেজের দুটি ক্যাম্পাসের মাঝে কয়েক কিলোমিটারের দূরত্ব। ছাত্রদের যাতায়াতের জন্য বাস বরাদ্দ রয়েছে। তবুও সেখানে কোনও বাস নেই। ফলে তাঁদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পৌলমি চক্রবর্তী, তানভীন রোজদের মতো পড়ুয়ারা জানিয়েছেন, ঝাঁ চকচকে মেডিকেল কলেজ হলেও পরিকাঠামোর নানা সমস্যা রয়েছে। যার প্রভাব তাঁদের পড়াশোনার ওপর পড়ছে।

অধ্যক্ষ ডক্টর সুকুমার বসাক বলেন, ছাত্র-ছাত্রীদের থেকে সমস্ত অভিযোগ শুনে অবশ্যই কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। অপরদিকে ছাত্র ছাত্রীদের বক্তব্য, অবিলম্বে সমস্যার সমাধান না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটবে তারা।