হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং পুরসভা দখল করে নিল অনতী থাপার দল

author-image
Harmeet
New Update
হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং পুরসভা দখল করে নিল অনতী থাপার দল

 
নিজস্ব সংবাদদাতাঃ
উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুঙ্গ, হামরো পার্টির অজয় এডওয়ার্ডস এবং তৃণমূল কংগ্রেসের পাহাড় নেতা বিনয় তামাংকে দার্জিলিং শহরে একটি জনসভায় একই মঞ্চ ভাগ করে নিতে দেখা যাওয়ার পরেই এই জল্পনা শুরু হয়। এরই মধ্যে বুধবার হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং পুরসভা দখল করে নিল অনতী থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। 

এদিন দার্জিলিং পুরসভার আস্থা ভোটে তৃণমূলরে সমর্থনে অনীত থাপার দল জয়ী হল।