নিজস্ব সংবাদদাতাঃ ফের বড়সড় সাফল্য পেল বিএসএফ। জানা গিয়েছে, মঙ্গলবার বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ আসামে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি গাড়ি থেকে ১৭,০০০ 'ইয়াবা' ট্যাবলেটের আটক করেছে, যার মূল্য প্রায় ১.৭০ কোটি টাকা। চালককেও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে মেঘালয়ের দিকে যাওয়ার সময়ে একটি অল্টো গাড়িকে আটক করে বিএসএফ। গাড়িটি আটক করা হয় কাটিগড়-কালাইন রোডে।
আটক হওয়া জিনিসগুল হল যথাক্রমে...
১। ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট
২। অল্টো কার, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
৩। একটি ফোন, যার মূল্য ৭০০০ টাকা।
আটক ব্যক্তি এবং বাজেয়াপ্ত করা জিনিসগুলি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য করিমগঞ্জ কাস্টমস বিভাগের প্রতিনিধি দ্বারা অধিগ্রহণ করা হয়েছে।