সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: জমা জলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রশাসন থেকে করা হয়নি নিকাশি ব্যাবস্থা। জলে ডুবে রয়েছে জলপাইগুড়ি শহরের আসাম মোড় সংলগ্ন ত্রাণ বিলির কাজে ব্যবহৃত হেলিপ্যাড। শুধুমাত্র হেলিপ্যাড নয়, সংলগ্ন আদিবাসী অধ্যুসিত মুণ্ডা বস্তির একাধিক ঘর এখনও জলমগ্ন। জমা জল থেকে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। অন্যদিকে, অধিকাংশ বাড়িতেই একাধিক ব্যক্তি জ্বরে আক্রান্ত হওয়ায় দ্রুত জল নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, একাধিকবার দাবি জানানো হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। ঘটনা প্রসঙ্গে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা জানিয়েছেন, জলবদ্ধতার সমস্যা প্রকট আকার নেওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।