নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কসোভোতে মিত্রোভিকা শহরে সার্ব বিক্ষোভকারীরা মঙ্গলবার নতুন করে সড়ক অবরোধ করেছে। এর কয়েক ঘণ্টা পর সার্বিয়া নিজেদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে দুই দেশের উত্তেজনা চলমান থাকার পর এই নির্দেশ দিলো প্রিস্টিনা। সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর পাল্টা পদক্ষেপ এবং কসোভো সার্বিয়ায় আক্রমণের পরিকল্পনা করছে বলে ধারণা থেকে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিক সার্বিয়ার সেনাবাহিনী ও পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।