নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন যুদ্ধে প্রধান সুবিধাভোগী যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এই যুদ্ধ থেকে সুবিধা পাচ্ছে। রাশিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে এই যুদ্ধে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র–ন্যাটো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন অভিযোগ করেছেন। পশ্চিমাদের বিরুদ্ধে লাভরভ বলেন, ‘এসব দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ন্ত্রণ করে। আর জেলেনস্কি পশ্চিমাদের হয়ে কাজ করেন। এ জন্য অল্প সময়ের মধ্যে ইউক্রেন সংকট বৈশ্বিক রূপ পেয়েছে।’ ল্যাভরভের অভিযোগ, ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক মিত্রতা ধ্বংস করতে চাইছে যুক্তরাষ্ট্র।
ল্যাভরভ আরও বলেন, ‘ইউক্রেনে সংঘাত জিইয়ে রাখতে ওয়াশিংটন সম্ভাব্য সবকিছু করছে। এমনকি এ সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে চাইছে পেন্টাগন। আর এটা করা হচ্ছে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে চাঙ্গা করার জন্য।’