নিজস্ব সংবাদদাতাঃ ২০২২ সালে সাড়ে চার হাজারেরও বেশি সাইবার হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর তরফে এমন দাবি করা হয়েছে। এসবিইউ-এর সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ইলিয়া ভিটিউক এক বিবৃতিতে বলেছেন, তার দেশ আট বছরের হাইব্রিড যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ২০২২ সালে প্রবেশ করেছে। ফলে হামলাকালীন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য কিয়েভ প্রস্তুত ছিল। তিনি বলেন, 'জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমরা যে বিশাল সাইবার হামলাগুলো প্রতিহত করেছি সেটি রুশ আগ্রাসনের আগে কিয়েভের জন্য একটি বাড়তি প্রশিক্ষণ হয়ে উঠেছে।' ইলিয়া ভিটিউক বলেন, "সাইবার হামলার মাত্রা এখন অনেক বেশি, বিশেষ করে আগের বছরের তুলনায়।" তিনি বলেন, 'রাশিয়া এখন প্রতিদিন গড়ে ১০টিরও বেশি সাইবার হামলা চালায়।'