রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে 'জন আক্রোশ যাত্রা', জমা পড়েছে ১৪ লক্ষ অভিযোগ

author-image
Harmeet
New Update
রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে 'জন আক্রোশ যাত্রা', জমা পড়েছে ১৪ লক্ষ অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ 'জন আক্রোশ যাত্রা' নিয়ে বড়সড় দাবি করল বিজেপি। রাজস্থানের রাজ্য বিজেপি সভাপতি সতীশ পুনিয়ার দাবি, অশোক গেহলট সরকার টলমল করছে। দ্রুত এর ফল ভোগ করতে হবে। মানুষের উৎসাহে উৎসাহিত হয়ে সতীশ পুনিয়া দাবি করেন, বিজেপির জন আক্রোশ যাত্রা এবং তাদের সভাগুলি একটি ঐতিহাসিক সাফল্য।



কৃষিঋণ মকুব, দুর্নীতি এবং বেকারত্ব এমন একটি বিষয় যা রাজস্থানের জনগণকে পীড়িত করে। পুনিয়ার দাবি, এখনও পর্যন্ত ৬১ হাজার পথসভা ও চৌপালের আয়োজন করেছে দল। বাড়ি বাড়ি গিয়ে ৯২ লক্ষ লিফলেট বিলি করেছেন নেতারা। সাধারণ মানুষের ১৪ লক্ষ অভিযোগ সংকলিত হয়েছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত রাজ্যের ২ কোটি মানুষের সঙ্গে দলের নেতা-কর্মীদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন পুনিয়া।