নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীতে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গ্রেফতার করা হল ৬ জনকে। অশ্বিনী উপাধ্যায় সহ ৫ বিজেপি নেতা গ্রেফতার হয়েছেন গতকাল রাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে একদল ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘হিন্দুস্থান মে রহনা হোগা তো জয় শ্রী রাম কহেনা হোগা (ভারতে থাকতে গেলে জয় শ্রী রাম বলতে হবে)।’ আর এই ঘটনায় গ্রেফতার হয়েছেন বিনোদ শর্মা, দীপক সিং, দীপক, বিনীত ক্রান্তি ও প্রীত সিং।