সন্ত্রাসী হামলা বৃদ্ধির মধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা ইসলামাবাদ পুলিশের

author-image
Harmeet
New Update
সন্ত্রাসী হামলা বৃদ্ধির মধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা ইসলামাবাদ পুলিশের


নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের ইসলামাবাদে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এবার বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছে ইসলামাবাদ পুলিশ। ইসলামাবাদের ২৫ টি বিভিন্ন স্থানে অস্থায়ী নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। শহরের রেড জোনের প্রবেশ পথগুলিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে।

After viral video, Islamabad police suspend official in suspected case of  custodial torture | Arab News PK

 পুলিশের তরফে জানানো হয়েছে, নাগরিকদের তাদের পরিচয়পত্র বহন করতে হবে। এছাড়াও যানবাহনে আবগারি অফিসের তরফে জারি করা নম্বর প্লেট ব্যবহার করতে হবে। অবৈধ নম্বর প্লেট ও ​​অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিদেশী নাগরিকদের তাদের শনাক্তকরণ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। নাগরিকদের নিকটস্থ থানায় ভাড়াটে এবং কর্মচারীদের নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে। অনিবন্ধিত স্থানীয় বা বিদেশী শ্রমিক নিয়োগকারী নাগরিকদেরও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।


Islamabad police devise new security plan - Pakistan - DAWN.COM