ট্রান্সফার উন্ডোর ঠিক আগে নতুন 'গল্প'

author-image
Harmeet
New Update
ট্রান্সফার উন্ডোর ঠিক আগে নতুন 'গল্প'

নিজস্ব সংবাদদাতাঃ জানুয়ারিতে খুলতে চলেছে ট্রান্সফার উইন্ডো। তার আগে মেসুট ওজিলকে কেন্দ্র করে নতুন 'গল্প' ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, রিয়্যাল মাদ্রিদে ওজিলের বদলি হিসেবে ওডেগার্ডকে নিয়ে আসার পরিকল্পনা ছিল। সেখানে তা হয়নি। হয়েছে আর্সেনালে। আর্সেনালে ওজিলের বদলে দলে নেওয়া হয় ওডেগার্ডকে।