যান্ত্রিক ত্রুটির গেরোয় ভোগান্তি মেট্রো যাত্রীদের

author-image
Harmeet
New Update
যান্ত্রিক ত্রুটির গেরোয় ভোগান্তি মেট্রো যাত্রীদের

নিজস্ব সংবাদদাতা : অফিস টাইমে পরপর ২ বার বিকল মেট্রোর রেক। যান্ত্রিক গোলযোগের জেরে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রবীন্দ্র সরোবরে রেক খারাপ হয়। 

তড়িঘড়ি রেক মেরামত করা হলেও ফের রবীন্দ্র সদনে গিয়ে একই বিপত্তি ঘটে। মেট্রো পরিষেবা ব্যাহত হয় দক্ষিণেশ্বর গামী লাইনে।