নিজস্ব সংবাদদাতাঃ দেশ ও বিশ্বে করোনার তাণ্ডব এখনও শেষ হয়নি। চীন থেকে শুরু হওয়া করোনার ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট (বিএফ-৭) ভারতেও এসেছে। দেশে করোনার অনেক কেস রিপোর্ট করা হয়েছে এবং এখন করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সরকারও সতর্ক হয়ে উঠেছে। করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে আজ সারা দেশের হাসপাতালগুলোতে একযোগে মক ড্রিল করা হচ্ছে। এ সময় করোনা থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। এদিন মক ড্রিলে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়াও। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য দিল্লির সফদরজং হাসপাতালে গিয়ে হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখেন। আসাম থেকে শুরু করে দিল্লি, সর্বত্রে চলছে নজরদারি।
Delhi | Union Health Minister Mansukh Mandaviya visits Safdarjung Hospital to review Covid Mock drill.
Mock drills are being conducted today across the country at all COVID hospitals. pic.twitter.com/4OrorSZyCu— ANI (@ANI) December 27, 2022