নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু দেশে করোনার প্রভাব ফের বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়
আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য বেশকিছু নির্দেশিকা জারি করেছে। সেগুলি হল-
১. যাত্রার আগে-
i ) সমস্ত যাত্রীদের সম্পূর্ণ টিকাকরন করতে হবে।
২. যাত্রার সময়-
i) করোনা বিধি মেনে দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।
ii) যাত্রাপথে কোনো যাত্রীর মধ্যে করোনার প্রভাব লক্ষ্য করা গেলে তাকে আইসোলেট করতে হবে এবং তার মাস্ক পড়া বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও বাকি যাত্রীদের নিরাপদে রাখার ব্যবস্থা করতে হবে।
৩. আগমন-
i ) দূরত্ব বজায় রেখে ডি-বোর্ডিং করতে হবে।
ii) প্রত্যেক যাত্রীর থার্মাল চেকআপ করতে হবে।
iii) থার্মাল চেকআপের সময় কোনও যাত্রীর করোনা উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ তাকে আইসোলেট করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
iv) নির্দিষ্ট বিমান কর্তৃপক্ষের দ্বারা চিহ্নিত কিছু যাত্রীকে করোনা পরীক্ষা করাতে হবে। করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর তারা এয়ারপোর্ট ত্যাগ করতে পারবে।
v) নমুনা পরীক্ষা করে যদি কোনো যাত্রী করোনা আক্রান্ত বলে জানা যায় তাহলে সেই যাত্রীর নমুনা আরও একবার পরীক্ষার জন্য আইএনএসএসিওজি ল্যাবরেটরিতে পাঠাতে হবে।
vi) আক্রান্ত ব্যক্তিকে আইসোলেট থেকে চিকিৎসা করতে হবে।
vii) এছাড়াও বাকি যাত্রীদেরও করোনা পরীক্ষা করাতে হবে এবং কোনো রকম উপসর্গ থাকলে স্থানীয় স্বাস্থ্য দফতরে জানাতে হবে অথবা জাতীয় হেল্পলাইন নম্বর ১০৭৫/রাজ্যের হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে।
viii) ১২ বছরের মধ্যের শিশুরা করোনা আক্রান্ত হলে তাদেরও আইসোলেট থেকে চিকিৎসা চালাতে হবে।