নিজস্ব সংবাদদাতাঃ হিম-ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভয়াবহ শীতে মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৫৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকার্জ ঘোষণা করেন যে, ক্রিসমাসের ছুটির সপ্তাহান্তে এলাকায় আঘাত হানা এই ঝড়ের ফলে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।