নিজস্ব সংবাদদাতাঃ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা রবিবার আফগানিস্তানে সব দেশি-বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপে তালেবানের আদেশের বিষয়ে 'উদ্বেগ' প্রকাশ করেছেন। তাহা জাতীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোর জন্য মহিলাদের কাজের উপর নিষেধাজ্ঞাকে "স্ব-পরাজিত" এবং "আফগান জনগণের স্বার্থকে বিকৃত করা" হিসাবে বর্ণনা করেছেন। এক টুইট বার্তায় ওআইসি বলেছে, 'ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা এই নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ কয়েক দিন আগে আফগান নারী ও মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'