শ্রীলঙ্কার মাত্তালা বিমানবন্দরের ২০২১ সালের ব্যয় তার আয়ের চেয়ে ২১ গুণ বেশি

author-image
Harmeet
New Update
শ্রীলঙ্কার মাত্তালা বিমানবন্দরের ২০২১ সালের ব্যয় তার আয়ের চেয়ে ২১ গুণ বেশি

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার অডিটর জেনারেলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালন ব্যয় ছিল ২.০২ বিলিয়ন রুপি, যা একই সময়ের আয়ের চেয়ে ২১ গুণ বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, "যদিও মাত্তালা বিমানবন্দরের প্রত্যাশিত বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রতি বছর প্রায় ১০ লক্ষ যাত্রী ছিল, তবে গত পাঁচ বছরে মোট যাত্রীর সংখ্যা ছিল মাত্র ৯১,৭৪৭ জন এবং গত পাঁচ বছরে মোট ফ্লাইটে চলাচল ছিল ২,৩৯৬ জন।"  গত ২৪ ডিসেম্বর এয়ারপোর্টস অ্যান্ড এভিয়েশন সার্ভিসেস শ্রীলঙ্কা প্রাইভেট লিমিটেডের ২০২১ সালের আর্থিক বিবরণী সম্পর্কে রিপোর্ট করার সময় অডিটর জেনারেল রথমালানা, জাফনা এবং বাত্তিকালোয়ার আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর অপারেশনাল পারফরম্যান্সের কথা তুলে ধরেন।