নিজস্ব সংবাদদাতাঃ দেশটিতে কভিড-১৯ কেসের ঊর্ধ্বগতির মধ্যে, চীন সোমবার ৮ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্য করোনাভাইরাস কোয়ারেন্টাইন নিয়ম শেষ করার ঘোষণা দিয়েছে। তিন বছর আগে মহামারীর শুরু থেকে যে নিয়ম চালু ছিল, তা বাতিল করে দেয় জাতীয় স্বাস্থ্য কমিশন। চীনের কভিড-১৯ ব্যবস্থাপনাকেও বর্তমান শীর্ষ পর্যায়ের ক্যাটাগরি এ থেকে কম কঠোর ক্যাটাগরি বি-তে নামিয়ে আনা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে, ভ্রমণকারীদের দেশে প্রবেশের জন্য এখনও নেতিবাচক পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার প্রয়োজন হবে।