নিজস্ব সংবাদদাতাঃ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) তার সমর্থকদের নিয়ে এক বছরের মধ্যে ১৪৮ বার পাকিস্তানের প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে। এবং আফগানিস্তানে তালেবানের উত্থান টিটিপির এই সন্ত্রাসী হামলাকে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে। গত বছর টিটিপি বেলুচিস্তান অঞ্চলের খাইবার পাখতুনখোয়া ও কোয়েটায় পুলিশ ও সেনাবাহিনীর সদর দপ্তরে শত শত সন্ত্রাসী হামলা চালিয়েছে। জানা গিয়েছে, অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো টিটিপির সঙ্গে দেশের উপজাতীয় অঞ্চলে তাদের সন্ত্রাসী অভিযান প্রসারিত করার জন্য বাহিনীতে যোগ দিয়েছে।