নিজস্ব সংবাদদাতাঃ খেরসন অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে ৭১ বার গোলাবর্ষণ করেছে রাশিয়া। জানা গিয়েছে, রাশিয়া আর্টিলারি, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) এবং মর্টার নিক্ষেপ করেছে। তিনি বলেন, "গোলাবর্ষণে বেসামরিক লোকজন নিহত হয়েছে। বেসামরিক ভবনগুলো ধ্বংস হয়েছে।" ইয়ানুশেভিচ বলেন, "খেরসন অঞ্চলে ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন রাষ্ট্রীয় জরুরি কর্মী রয়েছেন। আরও ৬৪ জন বিভিন্ন তীব্রতার কারণে আহত হয়েছে।"