নিজস্ব সংবাদদাতাঃ দাবানলে বিধ্বস্ত গ্রিসের দিকে এইবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ইসরায়েল। জুলাইয়ের শেষে হঠাৎই গ্রিস সহ দক্ষিণ ইউরোপের একাধিক দেশে দাবানলের সূত্রপাত হয়। সোমবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস জানান, এই দাবনলের ফলে এখনও পর্যন্ত বন্যপ্রাণের বিশাল ক্ষতিসাধান হচ্ছে। এরপরেই গ্রিসের প্রতি সাহায্যের ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফটালি বেনেট। তিনি জানিয়েছেন, দাবানল মোকাবিলায় ৩ টি প্লেন পাঠানো হবে ইসরায়েলের তরফ থেকে। এছাড়াও ১৫ জন অগ্নি নির্বাপণ কর্মীকেও গ্রিসের সাহায্যে পাঠানো হবে।