প্রথম একাদশের বাইরে কালুম

author-image
Harmeet
New Update
প্রথম একাদশের বাইরে কালুম

নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। লেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম দলের বাইরে কালুম উইলসন। তার জায়গায় নিউক্যালসের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন ক্রিস উডস। রিজার্ভ বেঞ্চেও জায়গা হয়নি কালুমের।