নিজস্ব সংবাদদাতা : অনুব্রতকে নিয়ে আগে থেকেই তদন্ত করছে ইডি। দুবরাজপুর মামলায় ইডি কে নথি দেওয়ার নির্দেশ।ইডিও তদন্তকারী সংস্থা, তাই তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই।দিল্লি যাত্রা আটকাতেই অন্য মামলায় অনুব্রতকে গ্রেফতার বলে কোর্টে দাবি করে ইডি। নেপথ্যে কারা রয়েছে খুঁজে বের করতে হবে বলে জানালেন ইডির আইনজীবী। কোন সময়ে তৃণমূলকর্মী শিবঠাকুর মণ্ডলকে গলা টিপে খুনের চেষ্টা করেন কেষ্ট সেই সময়ের উল্লেখ নেই অভিযোগপত্রে।
ইডির আইনজীবীর দাবি,রাজ্যের আপত্তি অবাক করছে।ইডি সার্টিফায়েড কপি কেন চাইছে, আবেদনপত্রে তার উল্লেখ নেই বলে পাল্টা দাবি সরকারি আইনজীবীর।তদন্ত এখনও শেষ হয়নি। থার্ড পার্টি তাই কপি নিতে চাইলে সঠিক কারণ দেখাতে হবে। ইডির আবেদনপত্রে ত্রুটি রয়েছে বলে দাবি সরকারি আইনজীবীর।