অনুব্রত মামলার নথি চেয়ে ইডির আবেদনের শুনানি

author-image
Harmeet
New Update
অনুব্রত মামলার নথি চেয়ে ইডির আবেদনের শুনানি

নিজস্ব সংবাদদাতা : অনুব্রত মামলার নথি চেয়ে ইডির আবেদনে শুনানি দুবরাজপুর আদালতে। ইডির আইনজীবী আদালতে সওয়াল জবাবের সময় বলেন, 'জীবনে এই প্রথম দেখছি সার্টিফায়েড কপি নিতে কোনো মামলার শুনানি হয়।এও প্রথম দেখছি, সেই আবেদনপত্রের কপি দিতে হয় আদালতে।'



 এদিকে, 'কোনও আবেদনপত্র কপি পাইনি' বলে আদালতে দাবি করে সরকার পক্ষ। ইডির আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, 'আপনি কি এখন কপি দিতে পারবেন?' ইডির আইনজীবী জানান, 'দিতে পারব, যদি আপনি লিখিত নির্দেশ দেন আদালতে।' আবেদন পত্র দেওয়ার পর সোমবারই হবে এই মামলার শুনানি।