নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি'। তবে চলচ্চিত্রটি নন্দনে কোনও জায়গা না পাওয়ায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। যদিও এই ঘটনাটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, দেব, যিনি ছবিটির সহ-প্রযোজনাও করছেন, তিনি টুইট করে জানান, "নন্দন এবার আপনাকে মিস করব, নো ইস্যু আবার দেখা হবে। গল্পের শেষ,"।
টলিউড এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছে এবং খুব কম লোকই তাদের কণ্ঠস্বর এবং উদ্বেগ প্রকাশ করেছে। প্রবীণ অভিনেতা কৌশিক সেন তাঁদেরই একজন। তিনি বলেন, ‘আমি জানি না নন্দনে প্রজাপতির কোনও শো না পাওয়ার পিছনে কোনও রাজনীতি আছে কিনা । তবে তাদের রাজনৈতিক পরিচয়ের বাইরেও মিঠুন চক্রবর্তী এবং দেব দুজনেই অভিনেতা এবং আমি নিজে একজন শিল্পী হওয়ায় আমাকে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা করতে হবে। আমরা বছরের পর বছর ধরে বাংলায় অনেক কিছুর উপর রাজনৈতিক প্রভাব দেখেছি। আমি বলতে পারি না যে এটি পূর্ববর্তী সরকারের আমলে ঘটেনি। অতীতে কী ঘটেছিল তা নিয়ে আমি কথা বলতে চাই না। আমার প্রশ্ন হচ্ছে, এটা কেন হবে- তা সে এখনই হোক বা অতীতেই হোক না কেন? এই মুহূর্তে যা ঘটছে তা সমর্থনযোগ্য হতে পারে না। অনীক দত্তের 'অপরাজিতো'র সঙ্গে আমরা আগেও একই জিনিস দেখেছি এবং এটি একেবারেই ঠিক নয়l"