নিজস্ব সংবাদদাতা : আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণের অনুষ্ঠানে তিন জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে ফের পুলিশের জেরার মুখে পড়লেন অনুষ্ঠানের আয়োজক চৈতালি তিওয়ারি। এর আগে শনিবার তাকে ২ ঘণ্টা ধরে জেরা করে পুলিশ।
এর মধ্যেই কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পান চৈতালি। তবে আদালত বিজেপি নেত্রীকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে।