New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত ৭ জন পুলিশ কর্মী, ভাঙচুর হল পুলিশের গাড়ি।পিকনিক করতে এসে মদ্যপ যুবকদের মারামারি থামাতে গিয়ে আক্রান্ত চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ফাঁড়ির বড়মা কালী মন্দির লাগোয়া শিলাবতী নদীর পাড়ের।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ক্ষীরপাই বড় মা কালী মন্দির লাগোয়া শিলাবতি নদীর ধারে পিকনিক করছিল অনেকে। তার মধ্যে ঘাটালের মনসুকা এলাকার বেশ কয়েকজন যুবক এসে মদ্যপান করছিল, পাশাপাশি মেয়েদের কটুক্তিও করছিল তারা।এই নিয়ে পিকনিক করতে আসা কয়েকজন যুবক তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে লেগে যায় মারামারি।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির কয়েকজন পুলিশ কর্মী আসলে মদ্যপ যুবকরা তাদের এলোপাথারি মারতে শুরু করে, আচমকা পুলিশের উপর এই ধরনের হামলায় প্রস্তুত ছিল না পুলিশ কর্মীরাও। এমনকি পুলিশ গাড়িও ভাঙচুর করে ওই মদ্যপ যুবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় ৭ জন পুলিশ ও ৩ জন স্থানীয় ব্যাক্তি আহত হয় বলে খবর। জখম পুলিশ কর্মী ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আপাতত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
latestnews
police
bengalinews
breakingnews
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
anmnews
khirpaipharipolice
news
bengal
india
kolkata
picnic