নিজস্ব সংবাদদাতা: হঠাৎ করেই শুরু হল চোখ জ্বালা, কিছুক্ষণ পর থেকে শুরু হল বমিও। একজন বা দুইজন নয়, এলাকার কমপক্ষে ৫১ জন অসুস্থ হয়ে পড়লেন। কী কারণে এই হঠাৎ অসুস্থতা, তা খুঁজতে গিয়েই জানা গেল সামনের রেললাইনেই লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি।
রহস্য উদঘাটন করে জানা গেল, যে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছিল, তাতে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যামোনিয়া। দুর্ঘটনার সময়ে সেই অ্যামোনিয়া পড়ে যাওয়াতেই বাতাস বিষিয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে সার্বিয়ায়।