নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষার ওপর তালেবানের নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী তালেবানের এই সিদ্ধান্তের শুধু নিন্দাই করেননি, দেশের মানুষের মৌলিক অধিকার ও মানবিক নীতির লঙ্ঘন দেখা অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বায়েরবক টুইট বার্তায় বলেন, "আমরা এটা মেনে নেব না, তালেবানরা মানবিক সহায়তাকে তাদের নারীবিদ্বেষের জন্য খেলার বিষয় করে তুলেছে। তারা জনসংখ্যার অর্ধেককে অন্য একটি মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে, মানবিক নীতি লঙ্ঘন করে এবং মানুষের অত্যাবশ্যকীয় চাহিদাকে বিপন্ন করে।" বেয়ারবক আরও বলেন, 'কাজ, শিক্ষা ও জনজীবন থেকে নারীদের বাদ দেওয়া দেশের অগ্রগতিকে ধ্বংস করার দিকে একটি পদক্ষেপ।'