নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টির কারণে দক্ষিনবঙ্গের বহু অঞ্চল এখনও জলমগ্ন। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এরই মধ্যে উত্তরবঙ্গে জারি হয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস। বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভবনাও প্রবলভাবে বৃদ্ধি পায়। ইতিমধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জারি হয়েছে সতর্কতা।