নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার বৃহত্তম শিপইয়ার্ড (জাহাজ নির্মাণের কারখানা) অ্যাডমাইরেল্টির প্রধান আলেক্সান্ডার বুজকোভ আকস্মিক মারা গেছেন। শিপইয়ার্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অ্যাডমাইরেল্টি নামক শিপইয়ার্ডটিতে অ-পরমাণু সাবমেরিন তৈরি করা হয়। সাবমেরির তৈরির জন্য এটি আলাদাভাবে বিখ্যাত। দীর্ঘ ১১ বছর ধরে সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করছিলেন আলেক্সান্ডার বুজকোভ। এর মধ্যে হঠাৎ করে মারা গেলেন তিনি। তবে কীভাবে তার মৃত্যু হলো সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। শিপইয়ার্ড কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, আলেক্সান্ডর বুজকোভ শিপইয়ার্ডের অত্যাধুনিক অ-পরমাণু সাবমেরিন, সামরিক জাহাজ ও গভীর পানির জাহাজ তৈরির ক্ষমতা ধরে রাখা এবং বৃদ্ধি করার কাজটি করেছেন। সূত্রে খবর, অ্যাডমাইরেল্টি শিপইয়ার্ডে উন্নত কিলো-ক্লাস ডিজেলচালিত সামবেরিন তৈরি করা হচ্ছে। যেটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।