নিজস্ব সংবাদদাতাঃ ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি মারা গেছেন। শনিবার ৬৫ বছর বয়সে মারা যান তিনি। তিনি দু’বার ইতালির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং আরো কয়েকটি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ফ্রাতিনি শনিবার রোমের একটি হাসপাতালে মারা যান। ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ২০০২-২০০৪ এবং ২০০৮-২০১১ পর্যন্ত প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ১৯৯০-এর দশকে বার্লুসকোনি ও ল্যাম্বার্তো ডিনির নেতৃত্বাধীন সরকারগুলোতে আরো দু’টি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়া ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্রাত্তিনি ইউরোপীয় কমিশনার ছিলেন এবং মৃত্যুর সময় তিনি ইতালির কাউন্সিল অব স্টেটের সভাপতি ছিলেন। পরামর্শমূলক এ সংস্থাটি জনপ্রশাসনের তত্ত্বাবধান করে থাকে।