নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রথমবার ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান শিখ সম্প্রদায়ের একজন লোডি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এটি শহরের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যিনি শিখ সম্প্রদায়ের হয়ে শহরের শীর্ষ পদে আসীন হলেন। সূত্রে খবর, ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া বাবা-মায়ের সন্তান মিকেই হোতি ক্যালোফোর্নিয়ার উত্তরাঞ্চলের লোডি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে, হোতিকে মেয়র প্রার্থী হিসেবে বাছাই করেন নবনির্বাচিত কাউন্সিলওম্যান লিসা ক্রেইস। তিনি গত নভেম্বরে মেয়র মার্ক চ্যান্ডেলার্সের আসনে মেয়র হয়েছেন। হোতি পাঁচটি জেলার কাউন্সিলের প্রতিনিধি করছিলেন। তিনি গত বছর মেয়র চ্যান্ডলার্সের অধীনে সহ-মেয়রের দায়িত্ব পালন করেন।