সিরিয়ার আকাশসীমা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা তুরস্কের

author-image
Harmeet
New Update
সিরিয়ার আকাশসীমা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা তুরস্কের

নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ার আকাশসীমা ব্যবহার নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে তুরস্ক। শনিবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর এ তথ্য জানিয়েছেন। হুলুসি আকর বলেন, 'সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের বিরুদ্ধে সম্ভাব্য আন্তঃসীমান্ত অভিযানের জন্য উত্তর সিরিয়ার আকাশসীমা ব্যবহারের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে তার দেশ। ওয়াইপিজি মিলিশিয়াদের বিরুদ্ধে উত্তর সিরিয়ায় ইতিমধ্যেই একাধিক অভিযান চালিয়েছে তুরস্ক। সম্প্রতি এই অঞ্চলে নতুন করে অভিযানের হুমকি দিয়ে আসছে দেশটি।' তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'আঙ্কারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থনকারী মস্কোর সঙ্গে এই অভিযানের বিষয়ে আলোচনা করছে।' তিনি বলেন, 'আমরা রাশিয়ার সঙ্গে আকাশসীমা খুলে দেওয়াসহ সব বিষয়ে আলোচনা করছি।'