নারী কর্মী নিষিদ্ধ, আফগানিস্তানে কার্যক্রম স্থগিত বিদেশি ত্রাণ সংস্থার

author-image
Harmeet
New Update
নারী কর্মী নিষিদ্ধ, আফগানিস্তানে কার্যক্রম স্থগিত বিদেশি ত্রাণ সংস্থার

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে কর্মরত তিনটি বৃহত্তম এনজিও নিজেদের কার্যক্রম স্থগিত করেছে। দেশটির শাসকগোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠানে নারী কর্মী নিষিদ্ধ করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তালেবান এক নির্দেশ জারি করে। এতে বলা হয়েছে, বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করতে পারবে না দেশটির নারীরা। তালেবানের এমন নির্দেশের পর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এক যৌথ বিবৃতিতে কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন বলেছে, ‘নারী কর্মীদের’ ছাড়া তারা কার্যক্রম চালিয়ে যেতে পারছে না।