নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এর প্রভাবে এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ভয়ংকর এই তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ সতর্কতার আওতায় রয়েছেন। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।