নিজস্ব সংবাদদাতাঃ রবিবার বেলুচিস্তানে চারটি বিস্ফোরণে এক ক্যাপ্টেনসহ পাঁচ সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। চারটি বিস্ফোরণের মধ্যে দুটি কোয়েটায় ঘটেছে, একটি কোহলু জেলার কাহান এলাকায় এবং চতুর্থটি তুরবাতে ঘটেছে। এতে ক্যাপ্টেন ফাহাদ, ল্যান্স নায়েক ইমতিয়াজ, সিপাহী আসগর, সিপাহী মেহরান ও সিপাহী শামুনসহ পাঁচ সেনা নিহত হন। এই ঘটনাকে 'বাহ্যিকভাবে সন্ত্রাসবাদের হুমকি' হিসেবে অভিহিত করে আইএসপিআর বলেছে, 'শত্রুতাপূর্ণ উপাদানদের দ্বারা এ ধরনের কাপুরুষোচিত কাজ বেলুচিস্তানের শান্তি ও সমৃদ্ধিকে ব্যাহত করতে পারে না।'