নিজস্ব সংবাদদাতাঃ ফের নেপালের প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড। রবিবার একথা জানানো হয়েছে নেপাল সরকারের তরফে। দেশের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার কথা জানিয়েছেন।এর ফলে নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পুষ্প কুমল দহল ওরফে প্রচণ্ড তৃতীয়বারের জন্য নেপালের প্রধানমন্ত্রীর আসনে বসছেন। নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য পুষ্প কমল দহলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী টুইট বার্তায় বলেন, "ভারত ও নেপালের মধ্যে অনন্য সম্পর্ক গভীর সাংস্কৃতিক সংযোগ এবং জনগণের মধ্যে উষ্ণ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই বন্ধুত্বকে আরও জোরদার করার জন্য আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।"