বিরোধীদের সমর্থনে ফের নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রচণ্ড

author-image
Harmeet
New Update
বিরোধীদের সমর্থনে ফের নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রচণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দহল। প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে তিনি সরকার প্রধান হচ্ছেন বলে আজ রবিবার জানান দেশটির কর্মকর্তারা। গত মাসে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হচ্ছে। নেপালের হিন্দু রাজতন্ত্রের অবসানে এক দশক গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন প্রচণ্ড নামে পরিচিত পুষ্প কমল দহল। জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন। প্রচণ্ড এর আগে দুইবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার ২০০৮ থেকে ২০০৯ সাল এবং পরে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত।