রিচার্লিসনের বাইসাইকেল কিক 'গোল অফ দ্য টুর্নামেন্ট' হিসেবে নির্বাচিত হয়েছে

author-image
Harmeet
New Update
রিচার্লিসনের বাইসাইকেল কিক 'গোল অফ দ্য টুর্নামেন্ট' হিসেবে নির্বাচিত হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ ফিফা জানিয়েছে যে সার্বিয়ার বিরুদ্ধে রিচার্লিসনের বাইসাইকেল কিককে কাতারে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ২০২২-এ টুর্নামেন্টের সেরা গোল হিসাবে বিবেচনা করা হয়েছে। গ্রুপ পর্বে ব্রাজিল সার্বিয়ার বিরুদ্ধে খেলেছিল। আর এই ম্যাচেই এই দর্শনীয় গোলটি করেন। এটি রিচার্লিসনের একটি অ্যাক্রোবেটিক শো ছিল। এই গোলটি সারা বিশ্বের ফুটবল সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সেটি 'গোল অফ দ্য টুর্নামেন্ট' হিসেবে নির্বাচিত হয়েছে।