মার্চেই অকেজো হয়ে যাবে প্যান কার্ড?

author-image
Harmeet
New Update
মার্চেই অকেজো হয়ে যাবে প্যান কার্ড?



নিজস্ব সংবাদদাতাঃ আয়কর দফতরের নয়া নির্দেশিকার জেরে রাতের ঘুম উড়েছে সকলের। আয়কর দফতরের কথা না মানলে মার্চ মাসেই হয়তো আপনার প্যান কার্ডটি অকেজো হয়ে যেতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 











আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, 'আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে যুক্ত নয় এমন প্যান কার্ড (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর) চালু হয়ে যাবে।' আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী, যে সমস্ত প্যান হোল্ডাররা ছাড়প্রাপ্ত শ্রেণীর মধ্যে পড়ে না তাদের জন্য এটি বাধ্যতামূলক। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে আধার লিঙ্ক না করেই প্যান ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। বিশেষ বিষয় হল, কিছু নাগরিক এই বিষয়ে স্বস্তি পাবেন।