বড়দিন উপলক্ষে আনন্দের জোয়ার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে

author-image
Harmeet
New Update
বড়দিন উপলক্ষে আনন্দের জোয়ার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে


নিজস্ব সংবাদদাতা: ক্রিসমাস মুডে ভাসছে কলকাতা। বড়দিন উপলক্ষে আনন্দের জোয়ার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। সাধারণ মানুষ চার্চে প্রবেশ করছেন। 

Advent & Christmas at St Paul's Cathedral

সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে চার্চটিকে। এছাড়াও কলকাতার বিভিন্ন চার্চগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। সেখানেও সাধারণ মানুষের ভিড় জমছে।