নিজস্ব সংবাদদাতাঃ লিপ বামে যদি শিমার থাকে তাহলে আপনার ঠোঁটকে আরও উজ্জ্বল করে। একইসঙ্গে ঠোঁটে এক সুন্দর রঙিন আভাও থাকে। কিন্তু শিমার লিপ বাম কেনার কী প্রয়োজন? যদি আপনি বাড়িতেই শিমার লিপ বাম বানিয়ে নিতে পারেন। আসুন জেনে নিই কীভাবে DIY শিমার লিপ বাম বানাবেনl
কী কী প্রয়োজন
১ টেবিল চামচ কসমেটিক গ্রেড মাইকা পিগমেন্ট পাউডার ২ টেবিল চামচ শিয়া বাটার ২ টেবিল চামচ নারকেল তেল ১০ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল ১টি ভিটামিন ই ক্যাপসুল ১ টেবিল চামচ কোকোয়া পাউডার
কীভাবে বানাবেন
একটি পাত্র নিন। তার মধ্য়ে শিয়া বাটার এবং নারকেল তেল যোগ করুন। অল্প আঁচে পাত্র গরম করুন। যতক্ষণ না শিয়া বাটার গলে যায়। একটি মিশ্রণ তৈরি হবে। মিশ্রণ তৈরি হলে আঁচ বন্ধ করে দিন। ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে ভিতরের তরল ওই মিশ্রণে মিশিয়ে দিন। ভাল করে নাড়িয়ে নেবেন।
এরপর এক চা চামচ পিপারমিন্ট অয়েল নিন। সেটি ওই মিশ্রণে মিশিয়ে দিন। ভাল করে নাড়তে থাকুন। ধীরে ধীরে আপনার মাইকা পিগমেন্ট পাউডার যোগ করুন। খুব ভাল হয় যদি লাল কিংবা গোলাপি রঙের হয়। কোকোয়া পাউডার যোগ করুন। ধীরে ধীরে নাড়তে থাকুন। এরপর একটি লিপবামের কন্টেনার নিন। তার মধ্য়ে এই মিশ্রণটি ঢেলে দিন। তারপর ঠান্ডা করে নিন। রেফ্রিজারেট করুন। আপনার শিমার লিপ বাম তৈরি। যখন প্রয়োজন ঠোঁটে লাগিয়ে নিন।