নিজস্ব সংবাদদাতাঃ অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু মামলায় সহ-অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে তাকে গ্রেফতার করা হয়। অভিনেতার বিরুদ্ধে আইপিসির ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার একটি টিভি সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তুনিশা শর্মা।ওয়ালিভ পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী তুনিশা শর্মার সহ-অভিনেতা শেহজান খানকে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে। অভিনেতাকে সোমবার আদালতে হাজির করা হবে বলে জানা যায়।