ন্যাজাল ভ্যাকসিনের মাত্রা ঠিক করে দিল কেন্দ্র

author-image
Harmeet
New Update
ন্যাজাল ভ্যাকসিনের মাত্রা ঠিক করে দিল কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: বড়দিনের প্রাক্কালে, শনিবার বুস্টার ডোজ হিসাবে ন্যাজাল ভ্যাকসিন কতটা দেওয়া উচিত, তার মাত্রা ঠিক করে দিল কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন দেশজুড়ে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে। 



চারফোঁটা করে মোট আটফোঁটা এই ন্যাজল ভ্যাকসিন দিতে হবে। প্রতি ডোজের মাত্রা থাকবে ০.৫ মিলিলিটার। এই মাত্রার ৮ ফোঁটা ডোস  নিলেই দেহে করোনা প্রতিরোধক রোগ ক্ষমতা গড়ে উঠবে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রকের।