'বহু নর্দমার বর্জ্যের নমুনায় ভাইরাস RNA পাওয়া গেছে, সকলে সতর্ক থাকুন'

author-image
Harmeet
New Update
'বহু নর্দমার বর্জ্যের নমুনায় ভাইরাস RNA পাওয়া গেছে, সকলে সতর্ক থাকুন'

নিজস্ব সংবাদদাতাঃ কোভিড পরিস্থিতি নিয়ে ফের একবার সকলকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেছেন, 'কোভিড-১৯-এর বিস্তার নিয়ন্ত্রণে আমরা অ্যালার্ট মোড নিয়ে কাজ করছি। পরিবেশগত, নিকাশী ব্যবস্থা এবং মানুষের ওপর নজরদারি চালানো হচ্ছে। দিল্লি ও মুম্বাইয়ের নর্দমার বর্জ্যের নমুনায় ভাইরাস আরএনএ পাওয়া গেছে। জনগণকে মাস্ক পরতে, জনাকীর্ণ স্থান এড়িয়ে চলতে এবং কোভিড বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাচ্ছি।'