বিকট শব্দযুক্ত বাইকের রমরমা, ধরপাকড় শুরু পুলিশের

author-image
Harmeet
New Update
বিকট শব্দযুক্ত বাইকের রমরমা, ধরপাকড় শুরু পুলিশের

হরি ঘোষ, দুর্গাপুরঃ বেশ কিছুদিন ধরে দূর্গাপুর স্টিল টাউনশিপ সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বিকট শব্দযুক্ত বাইক।কিছুদিন আগে "মিট ইওর অফিসার" একটি অনুষ্ঠানে এই বাইকগুলোর বিকট শব্দ নিয়ে আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তমের কাছে দুর্গাপুরের প্রবীণ নাগরিকরা অভিযোগ জানান। বিশেষ করে যে সব ব্যক্তিরা হৃদরোগ ও স্নায়ু রোগের সমস্যায় ভুগছেন। দুর্গাপুরের ট্রাঙ্ক রোড, চন্ডীদাস বাজারসহ বেশ কিছু এলাকায় এই বিকট শব্দযুক্ত সাইলেন্সার পাইপ গুলো লাগানো হচ্ছে বলে অভিযোগ। ৩ হাজার টাকা থেকে প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত খরচ করে এই বিকট শব্দযুক্ত সাইলেন্সার পাইপ গুলো লাগানো হচ্ছে বলে অভিযোগ। আধুনিক প্রজন্মের বাইক চালকরা এই বাইকগুলো চালিয়ে অন্য আনন্দ খুঁজে পাচ্ছে। কমিশনারের নির্দেশে এবার শুরু হয়েছে এই ধরনের বাইক ধরপাকড়। দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে এইরকম পাঁচটি বাইক বাজেয়াপ্ত করে। স্টিল টাউনশিপের বিভিন্ন জায়গা থেকে বাইকগুলো ধরা হয়। পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গৃহীত হবে বলে জানানো হয়েছে। এরকম বাইক চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার পর শুভজিৎ অধিকারী নামের এক যুবক জানায়, "এই বাইক চালিয়ে মজা পেতাম বলে চালাতাম। আর চালাবো না। সাইলেন্সার পাইপ পরিবর্তন করে দেবো। ট্রাঙ্ক রোডের  বিভিন্ন গ্যারেজে ও গাড়ির স্পেয়ার পার্টসের দোকানে এই ধরনের সাইলেন্সার পাইপ বিক্রি হয়।" যে সমস্ত দোকানগুলো থেকে এই ধরনের সাইলেন্সার পাইপ বিক্রি হচ্ছে বা লাগানো হচ্ছে তাদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়।