BREAKING : নির্বাচন তালিকায় স্বচ্ছতা আনার জন্য বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ! দেখুন বড় খবর
মুহুর্তের আগুনে সব শেষ গোলগ্রামে
মেছুয়া বাজার অগ্নিকাণ্ডে এবার ঘটনাস্থলে খোদ মুখ্যমন্ত্রী
হঠাৎ ভূ-স্বর্গে NIA-র DG, কিছু একটা হতে চলেছে কি!
Breaking : দাবানলের গ্রাসে জেরুজালেম, আগুন ছড়াচ্ছে শহরের দিকে
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Breaking : মেছুয়া বাজারের 'ঋতুরাজ' হোটেলের মালিক ও ম্যানেজার গ্রেফতার
Breaking : পশ্চিম দিল্লির গাড়ির ধাক্কা থেকে বিবাদ, খালে মিলল ব্যক্তির গলা কাটা দেহ
১লা থেকে নতুন নিয়ম: ATM ফি, রেল টিকিট, এলপিজি দাম ও আরও বিভিন্ন ক্ষেত্রে বিরাট পরিবর্তন"

বিজেপি করায় আবাস যোজনার তালিকা থেকে বাদ গ্রামের বহু মানুষ

author-image
Harmeet
New Update
বিজেপি করায় আবাস যোজনার তালিকা থেকে বাদ গ্রামের বহু মানুষ

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের কপাললোচন ১৩০ নং বুথে মাত্র ১ জনের নাম এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। বিজেপি করার অপরাধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই অনেকের, দাবি বিজেপি নেতৃত্বদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। জানা গিয়েছে, লোকসভা এবং বিধানসভায় এই বুথে বিজেপি জয়ী হয়েছিল। পঞ্চায়েতে তৃণমূলকে হারানোর জন্য বিজেপি, সিপিএম এবং কংগ্রেস একত্রিত হয়ে নির্দল প্রার্থী কৃষ্ণা শীটকে ভোট দিয়ে জয়যুক্ত করে। বর্তমানে ওই বুথে বাড়ি রয়েছে ১২০-১২৫ টি। বিজেপির নেতৃত্বদের দাবি, 'এই বাড়িগুলোর ৮০ শতাংশই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য। কিন্তু বিজেপি করায় এরা বঞ্ছিত। তাই আমরা সবংয়ের বিডিওকে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছি।' অপরদিকে সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি বলেন, "এখানে কোনও রঙ দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেওয়া হয় না। যে দলেরই হোক না কেনো পরিষেবা সবাই পাবে। বিজেপির অভিযোগ পুরো ভিত্তিহীন।"